জবি চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সজিব-তরিকুল

Sanchoy Biswas
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন-২০২৫। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সজিব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম।

মঙ্গলবার এক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয় এবং রাতে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নবনির্বাচিত সভাপতি সজিব হোসেন বলেন, "শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করবে। সকলকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।"

সাধারণ সম্পাদক বিজয়ী তরিকুল ইসলাম বলেন, “এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের জয়। ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও গতিশীল করবো।”

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

অন্যান্য নির্বাচিত পদ:

সাংগঠনিক সম্পাদক: রেদওয়ান ইসলাম

অফিস সম্পাদক: ইসমাইল হোসেন

অর্থ সম্পাদক: শব্বির আহমেদ সুইট

প্রচার সম্পাদক: তাশরিফ আহমেদ