ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ১ম বর্ষ স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ (৬ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একটি আসনের বিপরীতে প্রায় ৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে—এটি নিঃসন্দেহে কঠিন প্রতিযোগিতা।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের সন্তানদের ওপর অযথা মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানানো জরুরি। ভর্তি হওয়া জীবনের একমাত্র লক্ষ্য নয়; প্রত্যেক শিক্ষার্থীই নিজ নিজ যোগ্যতা ও সক্ষমতা নিয়ে এগিয়ে যেতে পারে, মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন রয়েছে। তিনটি শাখা থেকে মোট আবেদনকারী ছিলেন—বিজ্ঞান শাখায় ৫ হাজার ১৪৮ জন, মানবিক শাখায় ৫ হাজার ৮৯২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৩ হাজার ২২ জন।