ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম সাময়িক বরখাস্ত

Any Akter
ঢাবি প্রতিনিধি,
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করা কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত শিক্ষকের একজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

আগামী তিন মাসের মধ্যে অভিযোগের বিষয়টি যাচাই–বাছাই করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।