ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের গোপন বৈঠক, ডাকসু নেতার ধাওয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন আওয়ামী পন্থী শিক্ষকের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এ ঘটনা ঘটে। ডাকসু সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেছেন, আওয়ামী পন্থী হিসেবে পরিচিত আকম জামাল, জিনাত হুদা সহ পাঁচজন শিক্ষক মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে এসে “গোপন বৈঠকে” যুক্ত হন।
জুবায়ের অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে অতীতে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও রাজনৈতিক সহিংসতার ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার দাবি, খবর পেয়ে শিক্ষার্থীদের একটি অংশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের আটকানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা পূর্বে প্রস্তুতকৃত গাড়িতে করে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ডাকসুর আয়োজনে ‘যুদ্ধ দিনের গল্প শুনি’: মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ
ডাকসু নেতার ফেসবুক পোস্ট অনুযায়ী, ওই শিক্ষকদের বিভাগীয় শিক্ষার্থীরা তাদের ক্লাস ও পরীক্ষা দীর্ঘদিন ধরে বয়কট করে আসছেন। তিনি আরও দাবি করেন, “বিতর্কিত” শিক্ষকদের পুনরায় ক্যাম্পাসে প্রবেশ শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি করছে এবং প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা নিতে হবে।
এ ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং অভিযোগগুলোর বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে।
আরও পড়ুন: আজ সারাদেশে স্কুলে ভর্তির ডিজিটাল লটারি, ফল দেখবেন যেভাবে





