ওসমান হাদি গুলিবিদ্ধ, কঠোর হুঁশিয়ারি দিলেন সাদিক কায়েম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৩ পূর্বাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে শিগগিরই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: গুলিবিদ্ধ ওসমান হাদীকে দেখতে হাসপাতালে ঢাবি ভিসি

এর আগে জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত লেগেছে এবং পরিস্থিতি আশঙ্কাজনক।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের গোপন বৈঠক, ডাকসু নেতার ধাওয়া

অন্যদিকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, হাদি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে, তবে কোথায় ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।