গবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে সিয়াম-নাহিদ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) তরুণ কলাম লেখক ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ আনসারুজ্জামান সিয়াম এবং সদস্য সচিব সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন বেড়ে দশম গ্রেডে উন্নীত
ঘোষিত কমিটিতে মোঃ আনসারুজ্জামান সিয়ামকে আহ্বায়ক, মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদকে সদস্য সচিব, সাদিয়া আক্তার তন্বী, মোঃ ওবায়দুর রহমান পারভেজ, সুমাইয়া আক্তার ইভাকে সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নব্য আহ্বায়ক মোঃ আনসারুজ্জামান সিয়াম বলেন, "প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়। সৃজনশীলতা, বুদ্ধি ও মুক্ত চিন্তার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। আবহমান বাঙালি জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরে আজাদীর চেতনায় আমরা তৈরি করবো দেশপ্রেমিক লেখক ও কলামিস্টদের এক নতুন প্রজন্ম। বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ হিসেবে রাষ্ট্রের কাছে তুলে ধরবো জনগণের নতুন ভাবনা—একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের প্রত্যয়ে।"
আরও পড়ুন: জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সদস্য সচিব মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গণ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।"
তিনি আরও বলেন, "সংগঠনের সূচনালগ্ন থেকে যারা আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদান করেছেন, তাদের প্রতিও রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও ঐকান্তিক সমর্থনকে পাথেয় করে আমরা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী পথচলা অব্যাহত রাখতে চাই।"





