ঢাবি উপাচার্যের সঙ্গে আইইউবি প্রো-ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে দুই বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: ঢাবিতে ‘সৈয়দ আবদুল আজিজ–আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন

উপাচার্য বলেন, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি তা শিক্ষার্থীদের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরও সুসংহত হওয়া জরুরি।

সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: নতুন বইয়ের আনন্দে প্রাথমিক, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা