ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

Any Akter
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মেইন বিল্ডিংয়ের প্রথম তলার একটি ওয়াশরুম থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই প্রক্টরিয়াল টিমকে অবহিত করা হয় এবং শাহবাগ থানায় ছবি পাঠিয়ে জানানো হয়।

শাহবাগ থানার দায়িত্বরত অফিসার আল আমিন ছবি পর্যালোচনা করে বস্তুগুলোকে অবিস্ফোরিত ককটেল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি)কেও অবহিত করা হয়।

আরও পড়ুন: গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনে মাউশির জরুরি নির্দেশনা

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বোম ডিস্পোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।  এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।