এআইসহ অজানা চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আরও অনেক অজানা চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ
সিইসি বলেন, অতীতে বহু নির্বাচন হয়েছে, তবে এবার নিত্যনতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমজনিত নানা জটিলতা সামনে আসতে পারে। তিনি বলেন, “এখনও অনেক কিছু অজানা। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা রক্ষা করতে হবে এবং কোনোভাবেই আইনকানুনের বাইরে যাওয়া যাবে না।
আরও পড়ুন: সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র
এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন ঘিরে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত চ্যালেঞ্জ তো আছেই, এর পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য (মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন) বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলাদা সেল গঠন করা হবে।
যোগাযোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “যোগাযোগ ভেঙে পড়া মানেই সবকিছু ভেঙে পড়া।” মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় বার্তা যেন সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে অর্থ ব্যয় আসলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, একটি ছোট বার্তা কয়েক ধাপ পেরোতে গিয়ে বিকৃত হয়ে যায়। নির্বাচনেও একই ঝুঁকি থাকে। তাই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সঠিকভাবে নোট নিতে হবে।
প্রশিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনকানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্বও নিতে হবে এবং এ বার্তা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে।