নিবন্ধন পাচ্ছে ছয়টি নতুন রাজনৈতিক দল , মোট সংখ্যা দাঁড়াবে ৫৭

নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের অনুমোদন স্বাক্ষর হওয়ার পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে ইসির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস কর্মচারী বরখাস্ত
সোমবার (২২ সেপ্টেম্বর) অনুমোদনের জন্য নথি কমিশনের কাছে পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে।
আরও পড়ুন: মাঠ পর্যায়ের তথ্য পুনঃতদন্তে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন
ইসির সূত্র জানিয়েছে, ২২টি দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে চূড়ান্ত নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়েছে। বাকি ১০টি দলের ক্ষেত্রে পুনঃতদন্ত করা হবে এবং ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে।
এর আগে ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলেও প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। পরে ৮৪টি দল ঘাটতি পূরণে সাড়া দিলেও চূড়ান্তভাবে মাত্র ২২টি দল মাঠ পর্যায়ের তদন্তে উত্তীর্ণ হয়। এর মধ্যে ছয়টি দল এবার নিবন্ধন পাচ্ছে।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে একটি দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও অন্তত ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটির কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকা বাধ্যতামূলক।
বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন।