ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১১ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যেই শেষ করা হবে।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: বিএনপি থেকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী যারা

তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেগুলোও সম্পন্ন করা হয়েছে। আজ সকালে ব্রিফিংয়ের মাধ্যমে তা প্রকাশ করা হবে।

গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা থাকলেও তা বিলম্বিত হয়। এ বিষয়ে ইসি সচিব বলেন, সবকিছু ১০০ শতাংশ সময়মতো করা সম্ভব নয়। কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট রাখতে হয়। তবে আতঙ্কিত বা দুশ্চিন্তার কিছু নেই।”

আরও পড়ুন: আসন্ন নির্বাচনে এআই’র অপব্যবহার নিয়ে যা বললেন সিইসি

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, মাঠপর্যায় থেকে বাড়তি তথ্য এসেছে। বিষয়টি পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বরাদ্দ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীকের বিষয়ে পরে জানানো হবে।

এদিকে শনিবার (২৫ অক্টোবর) রাতে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। যদি প্রয়োজন হয়, ইসিও মামলা করবে।

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নির্বাচনি প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার রোধ ও নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে আলোচনা হয় বলে জানান ইসি সচিব।