ভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান এবং সম্ভাব্য একটি তারিখও ইঙ্গিত করেন।

ইসি আনোয়ারুল জানান, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যবর্তী যে কোনো দিনেই নির্বাচন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী ৭ ডিসেম্বর (রোববার) কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তফসিলসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাবনা রয়েছে, দু–তিন দিন সময় রেখে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হতে পারে।

এবারের জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো নিয়েও ভাবছে ইসি। আনোয়ারুল ইসলাম জানান, গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করা হতে পারে। এজন্য ভোট শুরুর সময় এগিয়ে সকাল সাড়ে ৭টা এবং শেষ হওয়ার সময় বাড়িয়ে বিকেল সাড়ে ৪টা করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় চলছে ইসির মক ভোটিং