দেব-শুভশ্রী বিতর্কে অবশেষে মুখ খুললেন রুক্মিণী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার তারকা দেবঅভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনার জেরে নতুন করে আলোচনায় আসেন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র। দেব-শুভশ্রী যুগলকে ঘিরে ভক্তদের আগ্রহ যখন তুঙ্গে, তখন রুক্মিণীকে নিয়েও ছড়িয়ে পড়ে নানা সমালোচনা ও কটূক্তি। অবশেষে নীরবতা ভেঙে এ বিষয়ে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রীর প্রায় দশ বছর আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় দীর্ঘদিন আটকে থাকা ছবিটি মুক্তির পর দুই তারকার পুরোনো জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

ছবি মুক্তির আগেই বিতর্কের সূত্রপাত হয় দেব-শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা নিয়ে। তারা যৌথভাবে ট্রেলার লঞ্চে উপস্থিত হন, পুরোনো জনপ্রিয় গানে পারফর্ম করেন এবং পরবর্তীতে একসঙ্গে মন্দিরে পূজাও দেন। এসব ঘটনার পরই দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনা আবারও মুখর হয়ে ওঠে।

এর জেরে নেটিজেনদের কেউ কেউ দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র বলেন, এসব বিতর্ক তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। তার ভাষায়— যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। একটা ট্র্যাপের মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়। আমি যদি নিজে ধরা দিই, তাহলে বোকা তো আমিই হব।  সামাজিক মাধ্যমের মন্তব্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ নিয়ন্ত্রণ তার নিজের হাতেই।

রুক্মিণীর এই স্পষ্ট বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।