আবার পর্দায় বিজয়–রাশমিকা, জুটিকে ঘিরে নতুন সুখবর

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২০ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন যখন আলোচনার শীর্ষে, ঠিক তখনই এলো এই জুটিকে ঘিরে নতুন সুখবর। গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম ‘রণবালী’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রণবালী’র মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের দুর্দান্ত রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন এই প্রজেক্ট ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে কাস্টিংয়ের বিরোধী স্বস্তিকা মুখার্জি

সিনেমাটি পরিচালনা করছেন রাহুল সংকৃতিয়ান। এটি পরিচালকের সঙ্গে বিজয় দেবেরাকোন্ডার দ্বিতীয় কাজ। এর আগে তারা একসঙ্গে দর্শকপ্রিয় সিনেমা ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।

‘রণবালী’ প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। উল্লেখ্য, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমা নির্মিত হয়েছিল। চলচ্চিত্রটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছে জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল, এবং সংগীত পরিবেশনা করছে টি-সিরিজ।

আরও পড়ুন: ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক রোশান, উদ্বিগ্ন ভক্তরা

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প সাজানো হয়েছে উনিশ শতকের ভারতের বাস্তব ঘটনার আলোকে। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঔপনিবেশিক শাসনের নির্মমতা ও সাধারণ মানুষের দুর্ভোগকে কেন্দ্র করেই এগিয়েছে ‘রণবালী’র কাহিনি।

সিনেমার নাম ঘোষণার পাশাপাশি নির্মাতারা প্রকাশ করেছেন একটি বিশেষ টিজার। সেখানে ব্রিটিশ শাসনামলের অত্যাচার, সহিংসতা ও স্বাধীনতার জন্য সাধারণ মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।