মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩৮ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা যাবে। আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারবেন।

আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের নির্ধারিত বুথে গিয়ে আপিল আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন: জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

খুলনা অঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার প্রার্থীরা ১নং বুথে আপিল করতে পারবেন।

রাজশাহী অঞ্চলের জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার জন্য নির্ধারিত রয়েছে ২নং বুথ।

আরও পড়ুন: জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রংপুর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার প্রার্থীদের জন্য থাকবে ৩নং বুথ।

চট্টগ্রাম অঞ্চলভুক্ত চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের আপিল গ্রহণ করা হবে ৪নং বুথে।

কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের জন্য নির্ধারিত ৫নং বুথ। সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আপিল করবেন ৬নং বুথে।

ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আপিল গ্রহণ করা হবে ৭নং বুথে।

ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার জন্য নির্ধারিত ৮নং বুথ।

বরিশাল অঞ্চলের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের প্রার্থীরা আপিল করবেন ৯নং বুথে।

ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার জন্য রয়েছে ১০নং বুথ।

এদিকে রোববার বিকাল ৫টায় সারা দেশে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মনোনয়ন যাচাই শেষে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও কতগুলো বাতিল হয়েছে—সে তথ্য রাতেই প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নির্ধারিত ফরমেটে দাখিল করতে হবে। আপিলের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে। আপিল আবেদন ১টি মূলকপিসহ মোট ৭টি কপি দাখিল করতে হবে।

আপিল দায়েরের পর নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সব আপিল নিষ্পত্তি করবে। আপিলকারী বা তাঁর পক্ষে মনোনীত ব্যক্তি নির্ধারিত ফরমে আবেদন করে আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের অবশ্যই ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।