নির্বাচনী জনসভার আগে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানানো বাধ্যতামূলক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪৪ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী জনসভার ক্ষেত্রে প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জনসভার অন্তত ২৪ ঘণ্টা আগে সভার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালিয়ে বিষয়টি জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তরের আরেকটি প্রচারণায় বলা হয়, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। এই বিধিনিষেধ নির্বাচনী জনসভার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে বৈধ ৫৭ প্রার্থী

তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয় বলে স্পষ্ট করেছে তথ্য অধিদপ্তর। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতেই আচরণবিধিতে এসব নির্দেশনা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।