কাশিমপুরে জামিননামা পৌঁছেছে, ফারিয়ার মুক্তির অপেক্ষায় কারা ফটকে ভিড়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ২০ মে ২০২৫ | আপডেট: ৯:১১ পূর্বাহ্ন, ২০ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়ার কাগজ পৌঁছেছে। তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, নুসরাত ফারিয়ার জামিনের কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। তাকে ছেড়ে দেয়ার কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

তার পরিবারের লোকজন আসলেই ছেড়ে দেওয়া হবে। 

এর আগে, সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে