ব্রেন স্ট্রোকে করেছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার (৪ সেপ্টেম্বর) বাড়িতে টেলিভিশন দেখার সময় হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন

আরও পড়ুন: দীর্ঘ দিন পর দেশে ফিরলেন ঢালিউডের বিউটি কুইন শাবানা

তার স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছেন, সায়ন্তনীর কোনো শারীরিক সমস্যা ছিল না, তিনি একেবারেই সুস্থ ছিলেন। হঠাৎ এভাবে ব্রেন স্ট্রোক হওয়ায় পরিবার এখনও দুশ্চিন্তায় রয়েছে। তবে চিকিৎসার পর রোববারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কমপক্ষে ১৫ দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।

আরও পড়ুন: আরশ খানের সতর্কবার্তা, ধূমপান ও ভেপ দুটোই বিপজ্জনক

সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং শেষ করেছিলেন সায়ন্তনী। আপাতত ছুটিতে ছিলেন তিনি। ইন্দ্রনীলের মতে, শুটিং চলাকালীন এমন কিছু হলে আরও বড় বিপদ ঘটতে পারত। তিনি বলেন, ইশ্বর আমাদের রক্ষা করেছেন।

হাসপাতাল থেকে ফেরার পর স্বামীকে জড়িয়ে ধরে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সায়ন্তনী। ছবিতে এখনও অসুস্থতার ছাপ স্পষ্ট। সেই পোস্টে তিনি লিখেছেন, তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব হত না। ঈশ্বরকে ধন্যবাদ।

বর্তমানে অভিনেত্রী নিজ বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসকের নির্দেশনা মেনে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।