ছবি শেয়ার করে সুখবর জানালেন ক্যাটরিনা-ভিকি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন—গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল তুঙ্গে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজেই সুখবরটি জানালেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি আবেগঘন ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন ক্যাটরিনা, আর সেই মুহূর্তের একটি সাদাকালো আলট্রাসাউন্ড ছবি ধরে রেখেছেন দুজনে। ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন,

"আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে।" পোস্টটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা ক্যাটরিনা ও ভিকিকে অভিনন্দন জানাতে শুরু করেন।

আরও পড়ুন: ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক রোশান, উদ্বিগ্ন ভক্তরা

অভিনেত্রী জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া সহ আরও অনেক বলিউড সেলিব্রেটি কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তদের কমেন্টেও উঠে আসে আবেগ, ভালোবাসা আর নতুন অতিথির আগমনের অপেক্ষা।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের একটি রাজকীয় রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিসেম্বরেই তাদের বিবাহিত জীবনের চার বছর পূর্ণ হবে। তার আগেই তাদের সংসারে আসছে নতুন অতিথি—যা নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্যও এক আনন্দঘন খবর।

আরও পড়ুন: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বুবলী!