অভিনয়ে আত্মপ্রকাশ নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিলের

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ এবার পা রাখলেন অভিনয় জগতে। ‘টানাপোড়ন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার।

নাটকটি পরিচালনা করছেন নির্মাতা বাপ্পি খান। পারিবারিক গল্পনির্ভর এই ধারাবাহিকে ভালোবাসা, সম্পর্কের টানাপোড়ন এবং জীবনের জটিল বাস্তবতার গল্প ফুটে উঠবে।

আরও পড়ুন: নিজের লুক নিয়ে খোলাখুলি কথা বলেছেন শ্রাবন্তী

নিজের অভিনয়যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালসাবিল বলেন, “এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছি। চরিত্রটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং এবং আমি ভীষণভাবে উচ্ছ্বসিত।”

ইতোমধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে। গতকাল নিজের ফেসবুক পেজে নাটকের একটি পোস্টার প্রকাশ করেন সালসাবিল। পোস্টারে তাকে এক বিমর্ষ চরিত্রে দেখা যায়, যা দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

আরও পড়ুন: সোনাক্ষী-জাহিরের ছবি ঘিরে তোলপাড়, মুখ খুললেন অভিনেত্রী

অভিনয়ে সালসাবিলের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন এবং নতুন এই অধ্যায়ে তার সফলতা কামনা করেছেন।