রঙিন শাড়িতে ফের মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও মুগ্ধতা ছড়ালেন নিজের রূপ ও ফ্যাশন সেন্সে। রোববার সকালে ফেসবুকে পোস্ট করা কয়েকটি নতুন ছবিতেই ঝড় তুললেন এই নন্দিত অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, হলুদ রঙে রাঙানো এক মনোমুগ্ধকর শাড়িতে জয়া আহসান। শাড়িটিতে রয়েছে কালো ও অন্য রঙের ছাপার নকশা—যা তার লুককে দিয়েছে এক ভিন্ন মাত্রা। কখনো হাস্যোজ্জ্বল, কখনো শান্ত অভিব্যক্তিতে নিজেকে তুলে ধরেছেন তিনি।
জয়ার প্রতিটি নতুন রূপই ভক্তদের মধ্যে সাড়া ফেলে। একজন ভক্ত মন্তব্য করেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।” অন্য কেউ লিখেছেন, “রঙিন শাড়িতে রূপের মায়া,” আবার কেউ ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন তাদের মুগ্ধতা।
আরও পড়ুন: ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিমের হঠাৎ বিয়ে, প্রকাশ্যে নিকাহের ছবি
জয়ার শাড়িপ্রেম নতুন নয়। কিছুদিন আগেই তিনি কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে হাজির হয়েছিলেন। তারও আগে ফুলেল বাগানে রঙিন শাড়ি পরে নিজের স্টাইলিশ উপস্থিতিতে তাক লাগিয়েছিলেন সবাইকে।
তবে শুধু ঐতিহ্যবাহী পোশাকে নয়—ওয়েস্টার্ন পোশাক বা ক্যাজুয়াল লুক—সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: অভিনয়ে আত্মপ্রকাশ নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিলের
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও জয়ার উপস্থিতি সবসময় আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও তিনি সমানভাবে প্রশংসিত। শুধু পর্দায় নয়, তার রুচিশীল ফ্যাশন ভাবনা ও অনন্য উপস্থিতি তাকে করে তুলেছে দুই বাংলার অন্যতম স্টাইল আইকন।