শিল্পীদের নিরাপত্তা দাবি করলেন তাসনিয়া ফারিণ
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে শোবিজ অঙ্গন। এমন পরিস্থিতিতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি সামনে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সোমবার (১৬ নভেম্বর) রাত আটটায় নিজের সোশ্যাল মিডিয়ায় ফারিণ লেখেন, “শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
তার এই অবস্থান প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকে মনে করছেন, শিল্পীরা একের পর এক অযাচিত সমস্যায় জড়ালে তাদের সুরক্ষায় প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শুরুতে বিভ্রান্তি থাকলেও শেষ পর্যন্ত আগাম জামিন নিতে আদালতে হাজির হন অভিনেত্রী। সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে জানান মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে নতুন ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখান মেহজাবীন ও তার ভাই। নগদ ও বিকাশে মোট ২৭ লাখ টাকা নেওয়ার পরও কোনো কার্যক্রম শুরু হয়নি। টাকা ফেরতের দাবি জানালে সময়ক্ষেপণ করা হয়।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
এজাহারে আরও বলা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে অপমান করা হয় এবং তিনি জীবননাশের হুমকিও পান। পরে থানায় যোগাযোগ করলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। ২৪ মার্চ তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না থাকায় ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।





