ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও আইনি ঝামেলায় জড়ালেন। ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি—বিশেষত মধ্যমা প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় শিগগিরই তাকে পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ হুসেইন। একই অভিযোগ কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের কাছেও জমা পড়েছে। অভিযোগকারী আইনজীবীর দাবি, আরিয়ানের ওই অঙ্গভঙ্গিতে পার্টিতে উপস্থিত বহু নারী অপমানিত বোধ করেছেন। তিনি শাহরুখপুত্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

ঘটনাটি গত ২৮ নভেম্বরের। বন্ধুদের সঙ্গে ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে যান আরিয়ান খান। সেসময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ।

ক্লাবের অতিথিদের উল্লাসের মাঝে আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন। সেই মুহূর্তটি ভিডিওতে ধরা পড়ে দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি দেখে ব্যাঙ্গালুরুর অনেক স্থানীয় বাসিন্দা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। সেই প্রেক্ষিতেই এবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল