হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০৫ পূর্বাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হার্টের সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বর্তমানে গায়কের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আরও পড়ুন: জাস্টিন ট্রুডো–কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, তোলপাড় সোশ্যাল মিডিয়া

গত কয়েকদিন ধরেই নচিকেতার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের একটি শো বাতিল করতে বাধ্য হন। রোববার (৭ ডিসেম্বর) তাঁর আরেকটি শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় সামনে থাকা সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে একটি শো বাতিল করেছিলেন নচিকেতা। তখন তাঁর পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, যা শীতকালে বৃদ্ধি পায় ও টানা শো করার ফলে আরও জটিল হয়।

আরও পড়ুন: ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে

তবে এবার পরিস্থিতি ভিন্ন। সারভাইকাল সমস্যার বদলে এবার হৃদ্‌যন্ত্রের জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন এই জনপ্রিয় শিল্পী। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও, তাঁর দ্রুত সুস্থতার কামনায় ভক্তদের মধ্যে দোয়া ও শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে।