নতুন গান নিয়ে তীব্র সমালোচনার মুখে নেহা কক্কর

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাসকয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিজের নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে তিনি।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা কক্কর ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’। টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন: কিংবদন্তি নির্মাতা রব রাইনার ও স্ত্রীকে কুপিয়ে হত্যা, পুত্র নিক গ্রেপ্তার

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ নেহার পারফরম্যান্সকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিচ্ছেন। অনেকের অভিযোগ, পশ্চিমা কিংবা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতির প্রতি অসম্মান দেখিয়েছেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিওটি নিয়ে নেতিবাচক মন্তব্যের বন্যা বইছে। কেউ কেউ দাবি করেছেন, নিজেকে আরও কম বয়সী বা কিশোরী হিসেবে উপস্থাপন করতে নেহা কক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।

আরও পড়ুন: নতুন লুকে বাঁধন, জানালেন ফিটনেস যাত্রার গল্প

নেটিজেনদের একজন মন্তব্য করেন, ‘একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রত্যাশিত নয়। এগুলো বন্ধ হওয়া উচিত।’ আবার অনেকে বলছেন, গানটিতে নেই ভারতীয় সংগীতের ঐতিহ্যবাহী মাধুর্য, আবার পুরোপুরি কোরিয়ান শৈলীও নয়।

সমালোচকদের মতে, সস্তা জনপ্রিয়তা পেতেই নেহা কক্কর অপ্রয়োজনীয় ও অদ্ভুত নাচের স্টেপ দিয়েছেন, যা অনেকের কাছেই অস্বস্তিকর। শুধু নেহা নন, এই গানে তার ভাই টনি কক্করও সমালোচনার মুখে পড়েছেন।

নেটিজেনদের দাবি, সংগীতের মান ও সৃজনশীলতার দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে এই ভাই-বোন জুটি শরীরী প্রদর্শনকেই বেশি গুরুত্ব দিয়েছেন, যা শ্রোতাদের একটি বড় অংশের কাছে গ্রহণযোগ্য হয়নি।