খালেদা জিয়ার প্রয়াণে আবেগঘন শ্রদ্ধা জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আপসহীন এই নেত্রীর বিদায়ে রাজনৈতিক অঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করছেন। তার প্রয়াণে শোকাহত হয়ে পড়েছে সংস্কৃতি অঙ্গনও। ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে স্মরণ করছেন সাবেক এই প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন: ‘খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে’

চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় রচনা করেছেন। গণতন্ত্র, স্বাধিকার ও রাজনৈতিক সংগ্রামে তার ভূমিকা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শাকিব খানের