৬ বছর আগেই ভেনেজুয়েলা সংকটের ইঙ্গিত দিয়েছে যে সিরিজে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পর্দার কল্পকাহিনী কখনো কখনো বাস্তবতাকেও হার মানায়—এমনটাই যেন আবার প্রমাণ হলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’-কে ঘিরে। ৬ বছর আগে মুক্তি পাওয়া এই সিরিজের একটি দৃশ্য সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে, যাকে অনেক দর্শকই বলছেন ‘আগাম বাণী’ কিংবা ‘ভবিষ্যদ্বাণী’।

২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘জ্যাক রায়ান’-এর দ্বিতীয় সিজন। সেখানে জন ক্রাসিনস্কি অভিনীত সিআইএ বিশ্লেষক জ্যাক রায়ান এক বৈঠকে প্রশ্ন তোলেন—“বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি?” উত্তরে এক কর্মকর্তা বলেন, রাশিয়া। এরপর চীনের নামও উঠে আসে। জ্যাক রায়ান তখন বলেন, এটাও ভালো উত্তর।

আরও পড়ুন: সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

কিন্তু এরপরই সিরিজটির অন্যতম গুরুত্বপূর্ণ সংলাপটি আসে। জ্যাক রায়ান প্রশ্ন করেন, ভেনেজুয়েলাকে নিয়ে কেউ ভেবেছেন? তার মতে, সৌদি আরব বা ইরানের চেয়েও বেশি তেল এবং আফ্রিকার সব খনি মিলিয়ে যত স্বর্ণ রয়েছে, তার চেয়েও বেশি খনিজ সম্পদ রয়েছে ভেনেজুয়েলায়। এত বিপুল সম্পদের পরও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা বিশ্ব রাজনীতির জন্য বড় সংকট তৈরি করবে।

সিরিজে আরও বলা হয়, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ভৌগোলিকভাবে খুব কাছাকাছি হওয়ায় এটি আমেরিকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ট্রাম্পকে ব্যঙ্গ করে পুরস্কার জিতলেন উপস্থাপক

এই দৃশ্য নতুন করে আলোচনায় আসে সাম্প্রতিক এক বাস্তব ঘটনার পর। গত ৩ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। পাশাপাশি, এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা চালাবে—এমন বক্তব্য দেন ট্রাম্প। এই ঘটনাপ্রবাহের সঙ্গে ৬ বছর আগের সিরিজের গল্প হুবহু মিলে যাওয়ায় দর্শক ও নেটিজেনরা বিস্মিত।

সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস এই কাকতালীয় মিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যদ্বাণী করা নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় ফিকশনকেও হার মানায়।

এই অপ্রত্যাশিত মিল ‘জ্যাক রায়ান’ সিরিজকে আবারও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে এবং প্রমাণ করছে—কখনো কখনো পর্দার গল্প বাস্তবের খুব কাছাকাছি চলে আসে।