মাঝ আকাশে বিপত্তি, যেভাবে সপরিবারে রক্ষা পেলেন শুভশ্রী
টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক-নির্বাহী রাজ চক্রবর্তী সম্প্রতি সপরিবার থাইল্যান্ড সফরে যান। পুত্র ইউভান ও কন্যা ইয়ালিনিকে নিয়ে নতুন বছর উদযাপনে মেতে ওঠেন তারা।
শুভশ্রী বছরের শেষদিকে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এ অভিনয় করেছেন, যা দর্শক প্রশংসিত হয়েছে। রাজও তার আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং শেষ করেছেন। ব্যস্ততার মাঝেও তারা কিছু সময়ের জন্য সমুদ্রতীরবর্তী দ্বীপে পৌঁছে নতুন বছর উদযাপন করেন। সেখানে পরিবারটি আনন্দময় মুহূর্ত কাটান—মা-মেয়ে বিকিনিতে, ইউভান আইসক্রিম নিয়ে খেলা করছে এবং রাজ ছবি তুলেছেন।
আরও পড়ুন: বলিউড নিয়ে ক্ষোভ ইমরান হাশমির
তবে ফেরার পথে বিমানে হঠাৎ গোলযোগ সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে বিমান চালক জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এই তড়িঘড়ি সিদ্ধান্তে রাজ–শুভশ্রীসহ সকল যাত্রী নিরাপদে বাঁচেন। সূত্রের খবর, সেই সময় বিমানে অনেক যাত্রীই আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করেন।
বিপদ কাটার পর রাজ–শুভশ্রী আবার কর্মমুখী হয়েছেন। শুভশ্রী সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে ব্যস্ত, এবং রাজ উত্তর কলকাতায় তার সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু করেছেন। বৃহস্পতিবার শুটিং শেষ হওয়ার পর শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘হোক কলরব’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা পাল





