বলিউড নিয়ে ক্ষোভ ইমরান হাশমির

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের অভ্যন্তরীণ রেষারেষি, ঈর্ষা ও সহকর্মীদের সাফল্য নিয়ে নেতিবাচক মনোভাব যেন ভারতের বিনোদন অঙ্গনের এক ‘ওপেন সিক্রেট’। এবার এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’–এর সাফল্য ও ইন্ডাস্ট্রির সামগ্রিক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান দাবি করেন, বলিউডে কোনো সিনেমা বা শিল্পীর সাফল্যকে সাধুবাদ জানানোর সংস্কৃতি প্রায় অনুপস্থিত। বরং কেউ সফল হলে তাকে কীভাবে নিচে নামানো যায়, সে চেষ্টাই বেশি দেখা যায়।

এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, একটি সিনেমার সাফল্য পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক। কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল হলে ইন্ডাস্ট্রিতে পুঁজি বাড়ে, নতুন কাজের সুযোগ তৈরি হয়। কিন্তু আমাদের এখানে মানসিকতা খুবই নিচু। কেউ সফল হলে সেটিকে উদ্‌যাপন করার বদলে কীভাবে তাকে পেছনে ফেলা যায়, সেটাই সবাই খোঁজে।’

আরও পড়ুন: মাঝ আকাশে বিপত্তি, যেভাবে সপরিবারে রক্ষা পেলেন শুভশ্রী

বলিউডের এই প্রবণতায় বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, সহকর্মীদের সাফল্যকে সম্মান জানানো এবং একে অপরকে সমর্থন করার সংস্কৃতি না থাকায় পুরো ইন্ডাস্ট্রির পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছিলেন, তিনি নিজে খুব একটা হিন্দি সিনেমা দেখেন না। বিষয়টি নিয়ে সে সময় ভক্ত ও সমালোচকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: গোবিন্দর সঙ্গে একই মঞ্চে ইধিকা পাল

গত কয়েক বছর ধরে ইমরান হাশমি বেছে বেছে কাজ করছেন। সম্প্রতি ‘হক্‌’ সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ব্যক্তিগত জীবনে ছেলের অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় জগত থেকে দূরে ছিলেন এই অভিনেতা।

বর্তমানে পরিবারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ছেলে সুস্থ হয়ে ওঠায় আবারও নিয়মিতভাবে পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান হাশমি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে প্রমাণের মধ্য দিয়েই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চান তিনি।