ধানুশ–ম্রুণালের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন ঘিরে তোলপাড় বি-টাউন। গুঞ্জন ছড়িয়েছে, আসন্ন ভালোবাসা দিবসেই চার হাত এক করতে চলেছেন এই তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে যখন এমন খবরে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই ম্রুণালের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন ম্রুণাল ঠাকুর। ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেক ভক্তের ধারণা, চলমান বিয়ের গুঞ্জন নিয়ে ম্রুণালের মানসিক অবস্থার প্রতিফলনই এই পোস্ট।

আরও পড়ুন: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বুবলী!

তবে এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। ভারতীয় গণমাধ্যমকে ওই সূত্র জানায়, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। কারণ ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার একটি বড় বাজেটের সিনেমা। পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে ম্রুণালের আরেকটি তেলুগু সিনেমা।

বর্তমানে অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কেল

অন্যদিকে, ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি, সামাজিক মাধ্যমে ছড়ানো এসব গুঞ্জনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ৪২ বছর বয়সী ধানুশ এবং ৩৩ বছর বয়সী ম্রুণালের বয়সের পার্থক্য নিয়েও তখন নানা আলোচনা হয়েছিল। তবে সব জল্পনার মাঝেও এই মুহূর্তে দু’জনই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।