ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম ইউনিভার্সিটি ৩৯ ব্যাচের কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৫ | আপডেট: ৪:৪৪ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ  হাসপাতাল ও চট্টগ্রাম ইউনিভার্সিটি ৩৯ ব্যাচের এর মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। অদ্য শুক্রবার ২১ মার্চ এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন - ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ৩৯ ব্যাচ এর প্রেসিডেন্ট  রাশেদ এইচ চৌধুরী। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী, এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) রাবেয়া সুলতানা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ৩৯ ব্যাচ এর জেনারেল সেক্রেটারি  যুগ্ম জেলা জজ রাজেশ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জিয়া উদ্দিন। 

আরও পড়ুন: জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

চুক্তির আওতায় চট্টগ্রাম ইউনিভার্সিটি ৩৯ ব্যাচের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।