ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৩৮৩, মৃত্যু ১ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৩৩ ধরনের ওষুধের দাম কমালো, সাশ্রয় ১১৬ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে শনাক্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে—১৩৬ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, দক্ষিণ সিটিতে ২৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন।

একই সময়ে সারাদেশে ৩৪৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮ হাজার ৭২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার বিস্তার রোধ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।