বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে এরিস্টো আই হসপিটালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০৬ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল এক মনোজ্ঞ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত র‍্যালিতে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও সব স্তরের কর্মকর্তাকর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সারাদেশে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, আক্রান্ত হলেই মৃত্যু ঝুঁকি

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। তিনি এ বছরের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্যআপনার চোখকে ভাল রাখুন” এর তাৎপর্য তুলে ধরেন এবং চক্ষু চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

আরও পড়ুন: নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে চক্ষু চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে এরিস্টো আই হসপিটালআধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের আন্তরিকতা রোগীদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা মত প্রকাশ করেন।