দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৫৫ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় এ মশাবাহিত রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৪৯ জন এবং ঢাকার বাইরে ৫০৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪ হাজার ৮৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর মৃত্যুবরণ করেছেন ২৪৩ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৭৫৮ জন
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন মৌসুমি নয়, বরং সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই রোগীর সংখ্যা বেড়ে যায়। তাই মশা নিধনে নিয়মিত ওষুধ ব্যবহার ও জনসচেতনতা জরুরি।”
অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা বা সচেতনতা বাড়ালে হবে না। ডেঙ্গু প্রতিরোধে সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে।”
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ জন
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই বছরে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের মতে, এ বছরও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিত পদক্ষেপ ও নাগরিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে।