ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন রোগী। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সারা দেশে ৭৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। 

আরও পড়ুন: ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

এ সময়ে সারা দেশে স্কৃয় রোগীদের মধ্যে ৯৭৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৪ হাজার ৫৭০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন মোট ৩৪৯ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৩৩

পূর্ববর্তী বছরের পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গুর বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।