দেশের সকল হাসপাতালের জন্য ৭ দফা নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীতকালীন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এসব নির্দেশনার আলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, শীত মৌসুমে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ঠান্ডাজনিত জটিলতা ও অন্যান্য মৌসুমি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষা, রোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং হাসপাতাল সেবার মান বজায় রাখতে নির্ধারিত সাতটি পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনাগুলো বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালগুলোতে রোগী ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং শীতকালীন রোগজনিত চাপ মোকাবিলা করা সহজ হবে।

আরও পড়ুন: দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ

এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।