ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:১২ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৩
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোসাদ পোকরোভস্কের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জনই বেসামরিক নাগরিক।

সোমবার (৭ আগস্ট) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইহোর ক্লাইমেনকো বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার বেসামরিক নাগরিক এবং একজন কর্মকর্তা নিহত। আহত হয়েছেন ৩১ জন।

তিনি আরও বলেন, পোকরোভস্কে প্রথম হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দ্বিতীয় হামলায় জরুরি পরিষেবার একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকারী ও একজন শিশু রয়েছে।

আরও পড়ুন: ন্যাটোর যেকোনো সদস্যদেশে হামলা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পোকরোভস্কে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে পাঁচতলা একটি ভবনের উপর তলা ক্ষতিগ্রপ্ত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল।