চীনে ভূমিধসে নিহত ২

চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশে ভূমিধসে ১৮টি বাড়ির ৪৭ জন মানুষ চাপা পড়েছেন। নিহত হয়েছেন ২ জন। আজ সোমবার ভোর ৫টা ৫১ মিনিটে স্থানীয় সময় ইউনান প্রদেশের জেনসিয়ং নগরীতে ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর বিবিসির
শূন্যের কম তাপমাত্রার ওই এলাকায় পুরোপুরি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্তুপের নিচ থেকে অচেতন মানুষদের বের করা হচ্ছে। লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে জানান, ঘুমন্ত অবস্থায় ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেন, প্রবল ঝাঁকুনির সঙ্গে বিকট এক শব্দ হয়, এরপর ভূমিধসের ঘটনা ঘটে। বড় ভূমিকম্পের মতো এটি অনুভূত হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, পাহাড়টি তুষারের ধুলোয় ঢাকা। সেখানে শ্রমিকদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
চীনের ভাইস প্রেসিডেন্ট প্রিমিয়ার ঝাং গুওকিং উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ওয়ার্ক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।