ইরানে ‘প্যালেস্টাইনিয়ান কর্পস’ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি ইসরায়েলের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১২ অপরাহ্ন, ২১ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ইরানে ‘প্যালেস্টাইনিয়ান কর্পস’ কমান্ডার সাঈদ ইজাদি। ছবিঃ সংগৃহীত
ইরানে ‘প্যালেস্টাইনিয়ান কর্পস’ কমান্ডার সাঈদ ইজাদি। ছবিঃ সংগৃহীত

ইরানের কুদস ফোর্সের ‘প্যালেস্টাইনিয়ান কর্পস’ ইউনিটের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, শনিবার সকালে ইরানের কোম শহরের একটি আবাসিক ভবনে চালানো বিমান হামলায় ইজাদি নিহত হন।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, সাঈদ ইজাদি ৭ অক্টোবর হামলার আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন। তার হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য। নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত সব শত্রুর কাছে পৌঁছাবে।

আরও পড়ুন: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণ দূর করতে হবে’

ইজাদির মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম শহরের ওই হামলার বিষয়ে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, একই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। তবে এই কিশোর ও ইজাদি একই হামলায় নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

সাঈদ ইজাদি ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত কুদস ফোর্সের অধীন ‘প্যালেস্টাইনিয়ান কর্পস’-এর নেতৃত্ব দিতেন, যাদের কাজ মূলত হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সহায়তা করা বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। ইরানের প্রতিক্রিয়া এখনো আসেনিএকই হামলায় বেসামরিক প্রাণহানি, আঞ্চলিক উত্তেজনার আরও বিস্তার।