ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ইসরায়েলের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের হুদাইদা প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোররাতে চালানো এই হামলায় হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু ছিল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার তীব্রতা সম্পর্কে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রধান বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং গোটা শহর অন্ধকারে ডুবে গেছে।

আরও পড়ুন: নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

হুতিদের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি হামলার সময় স্থানীয়ভাবে উৎপাদিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণ প্রতিহত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলাটিকে "অপারেশন ব্যাক ফ্যাগ"-এর অংশ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “হুতিদের তাদের কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। ইয়েমেন ও তেহরানের ভাগ্য একইসঙ্গে নির্ধারিত হবে।”

আরও পড়ুন: নতুন পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া: পুতিন

তিনি আরও বলেন, যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত ইয়েমেনি হুতি গোষ্ঠী ইসরায়েল ও লোহিত সাগরগামী জাহাজগুলোর ওপর একাধিকবার হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানোর দাবি করেছে হুতিরা।