হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক

ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে বলে জানিয়েছে দুদক।
গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ মামলার অন্যতম আসামি রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল জারি করেন।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
দুদকের আইনজীবী এম এ আজিজ খান বিষয়টি নিশ্চিত করে জানান, টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি সংক্রান্ত মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
উল্লেখ্য, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার অভিযোগে বিনিময়ে টিউলিপ সিদ্দিক ওই ভবনে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক ছাড়াও রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
দুদক সূত্রে জানা যায়, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে থাকলেও হঠাৎ এক আইনজীবীর পাঠানো চিঠির মাধ্যমে হাইকোর্টের স্থগিতাদেশ সম্পর্কে জানতে পারে সংস্থাটি। এখন মামলার স্থগিতাদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় দুদক।