ত্রাণবাহী ট্রাক উল্টে গাজায় নিহত ২৫, আহত অনেকে
গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘গত মধ্যরাতে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে ২৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই ট্রাকটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
ইসরাইল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য জোর করে অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য করার অভিযোগ করেছে হামাস ।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
সংগঠনটির মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক জনতা ট্রাকগুলোতে ভিড় জমিয়েছিল’।





