চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

চীনের বিরুদ্ধে আবারও কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীন যদি যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ না করে তবে তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে।
আরও পড়ুন: ট্রাম্প-পুতিনের দ্বিতীয় বৈঠক অনিশ্চিত
মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়, বিরল খনিজ উপাদান ও ম্যাগনেট রপ্তানি নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে, যা সেমিকন্ডাক্টর চিপ ও স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে অপরিহার্য।
আরও পড়ুন: মুসলিম নারীদের নামাজ আদায়, গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ করেন বিজেপির এমপি
ট্রাম্পের এ মন্তব্য আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল এই দুর্লভ খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
অন্যদিকে, চীনের রপ্তানি প্রবণতা ভিন্ন ইঙ্গিত দিয়েছে। চীনা কাস্টমসের তথ্যে দেখা যায়, জুনের তুলনায় জুলাই মাসে দেশটির বিরল খনিজ আকরিক আমদানি ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।
দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শুল্কবিরোধ কিছুটা প্রশমিত হলেও ট্রাম্পের নতুন হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করে তুলছে। এর আগে একটি নির্বাহী আদেশে তিনি চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়ান, যাতে আলোচনার সুযোগ থাকে। অন্যথায় শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত।
গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতা করে শুল্কহার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানোর ব্যাপারে একমত হয়েছিল। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই অগ্রগতি আবারও অনিশ্চয়তায় পড়েছে।