প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং তিনি দশম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে জড়ো হবেন বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকেই ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সব দলের পক্ষ থেকে আগেই নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি দলই নানা ব্যঙ্গাত্মক ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রস্তুতি নেয়।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুবদল। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, “আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

অন্যদিকে একইদিন বিকেলে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

জাতিসংঘের স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি শুক্রবারের ভাষণ শুনতে বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় নেতা জাতিসংঘের গ্যালারিতে উপস্থিত থাকবেন। বিএনপি জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে হাজারখানেক নেতাকর্মী ইতোমধ্যে নিউইয়র্কে অবস্থান নিয়েছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন,

“ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের সমাদৃত ব্যক্তিত্ব। তিনি প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা গর্বিত। তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শুক্রবার অন্তত এক হাজার কর্মী নিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব।”

বিএনপির ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, “জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে থাকায় এখানকার নেতাকর্মীরাই সবচেয়ে বেশি অংশ নেবেন। অন্যান্য প্রদেশ থেকে আসা নেতাদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি।”

যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাসুদ রানা জানান, “শুক্রবার অসংখ্য নেতাকর্মী কাজ বাদ দিয়ে স্বাগত সমাবেশে অংশ নেবেন। দেশের ইমেজ ক্ষুণ্ন করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা শান্তিপূর্ণ উপায়ে প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “গত ২২ সেপ্টেম্বর বিএনপি মহাসচিবের প্রটোকল ঠিক না থাকায় দেশে-বিদেশে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবারের স্বাগত সমাবেশে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চলছে।”