৭৫ বছর বয়সে নতুন বিয়ে, পরদিনই মারা গেলেন বৃদ্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে এক বৃদ্ধের অকাল মৃত্যু চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৭৫ বছর বয়সী সাংগ্রুরাম একাকিত্ব দূর করতে ৩৫ বছর বয়সী মানভাবতীর সঙ্গে বিয়ে করেন।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সাংগ্রুরামের প্রথম স্ত্রী এক বছর আগে মারা যান। সন্তান না থাকায় তিনি একাই কৃষিকাজ করে জীবন যাপন করছিলেন। পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি নতুন বিয়ে করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

গত সোমবার সাংগ্রুরাম জালালপুর এলাকার মানভাবতীর সঙ্গে আদালতে রেজিস্ট্রি করিয়ে স্থানীয় মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। মানভাবতী জানিয়েছেন, সাংগ্রুরাম তাকে সংসারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং তিনি সন্তানের যত্ন নেবেন।

বিয়ের রাতের বেশিরভাগ সময় কথোপকথনে কাটলেও ভোরের দিকে সাংগ্রুরাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ মৃত্যুকে ঘিরে গ্রামে নানা জল্পনা তৈরি হয়েছে। কিছু লোক এটিকে স্বাভাবিক ঘটনা বলে মনে করলেও কিছু লোক সন্দেহ প্রকাশ করেছেন। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকায় তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।