গাজায় ফের ইসরায়েলি তাণ্ডব, নারী-শিশুসহ ৭০ ফিলিস্তিনি নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাস বলছে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও ইসরায়েল বেসামরিক এলাকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

শনিবার রাতভর চলা এই হামলায় গাজা সিটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম কার্যালয়। সংস্থাটির তথ্যমতে, ইসরায়েলি বাহিনী অন্তত ৯৩ দফা বিমান হামলা চালায়, যার মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৭ জন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

হামাস এক বিবৃতিতে জানায়, নিরস্ত্র জনগণের ওপর এই আগ্রাসন প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই মানবিক দায়িত্ব পালন করে এই হত্যাযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে রাজি হয়েছে। তাই ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি হামাস এখন টেকসই শান্তির পথে হাঁটতে প্রস্তুত।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

অন্যদিকে মিসর জানিয়েছে, সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল শান্তি প্রস্তাবের বিভিন্ন ধাপ, বিশেষ করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করে, যেখানে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং হামাসের নিরস্ত্রীকরণ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।