যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে
ফিলিস্তিনি বন্দিদের তালিকা ইসরায়েলকে দিয়েছে হামাস

ছবিঃ সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দিদের একটি তালিকা দিয়েছে হামাস। সংগঠনটি শনিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, “সমঝোতা অনুযায়ী মানদণ্ড অনুসারে ফিলিস্তিনি বন্দিদের তালিকা ইসরায়েলের কাছে জমা দেওয়া হয়েছে।”
হামাস জানিয়েছে, তালিকায় অন্তর্ভুক্ত নামগুলো নিয়ে চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছে তারা। নামগুলো চূড়ান্ত হলে সংগঠনের প্রিজনার্স মিডিয়া অফিসের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
সংগঠনটি জানিয়েছে, চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হলে বিস্তারিত তথ্য জানানো হবে।