আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করল ইরান, হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা আঘাত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:২৫ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ওইসব দেশের স্থলভাগে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোর প্রতি আমাদের বার্তা স্পষ্ট— যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, তাহলে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোও নিরাপদ থাকবে না। আমরা এসব দেশকে আহ্বান জানিয়েছি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পদক্ষেপ নিতে।”

আরও পড়ুন: ইরানে যে কোনো সময় হামলা করবে যুক্তরাষ্ট্র

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলার মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নেওয়ায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর কড়াকড়ির কারণে আন্দোলনের গতি কিছুটা কমলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সামাজিকমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা আন্দোলন চালিয়ে যান। জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করুন এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের নাম নথিবদ্ধ করুন। তাদের কঠিন মূল্য দিতে হবে।”

আরও পড়ুন: ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিতে পারে তেহরান, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত করেছেন। ট্রাম্প বলেন, “নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। এই নির্বিচার সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসব না। সহায়তা আসছে—ইরানকে আবার মহান করে তুলুন।”

সূত্র: আলজাজিরা