আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ১৭ নভেম্বর

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ৬:৪৭ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণ এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ অক্টোবর) রাতে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষা এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে বার কাউন্সিল থেকে নোটিশ জারি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর ফেরত ও লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

গতবারের এমসিকিউ পরীক্ষায় প্রায় ৫০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পর্যায়ক্রমে তিন ধাপ পরীক্ষা শেষে ৫ হাজার ৩০০ শিক্ষার্থী আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হন।

মূলত, তিন ধাপের নৈর্ব্যত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। 

আরও পড়ুন: ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট