বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪০ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড আদেশ দেন। অন্য অভিযুক্তরা হলেন—সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

আরও পড়ুন: ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর ফেরত ও লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে গুলশান ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান অভিযুক্ত আব্দুর রাজ্জাক রিয়াদ ও পলাতক আসামি কাজী গৌরব অপু। তারা বাসার লোকজনের কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন।

আরও পড়ুন: ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

অভিযোগে বলা হয়, দাবি পূরণ না করলে বাদী সিদ্দিক আবু জাফরকে “আওয়ামী লীগের দোসর” বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চাপে পড়ে ওইদিন বাদী ১০ লাখ টাকা দেন।

পরে ১৯ জুলাই রাতে ও ২৬ জুলাই বিকেলে আবারও বাসায় এসে বাকি ৪০ লাখ টাকা না দিলে পুলিশের মাধ্যমে হয়রানির হুমকি দেন তারা।

ঘটনার পর গুলশান থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াদসহ চারজনকে গ্রেপ্তার করে। তবে এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু পলাতক রয়েছেন।